মক্তবের পাশে শিশুর বস্তাবন্দি মরদেহ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৬ জুলাই ২০১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইতি আক্তার (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিরামচর সাহেব বাড়ি জামে মসজিদের মক্তবের পাশে ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইতি পৌরসভার বিরামচর এলাকার আব্দুস শহীদের মেয়ে এবং ওই মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিশু শ্রেণির ছাত্রী।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাবিউল ইসলাম জানান, বুধবার সকালে গণশিক্ষা কেন্দ্রের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ইতি। ওইদিন রাত ১০টায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় ওই মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন এবং মুয়াজ্জিন শামীম আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহের মুখ এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।