মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি-ফাইল
হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- কালিকাপুর গ্রামের রফিক মিয়ার ছেলে শফিক (৫) ও একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইমান উদ্দিন (৬)।
মৃত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, খেলাধুলা করতে গিয়ে রোববার দুপুরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় দুই শিশু। অনেক খুঁজেও পরিবারের লোকজন তাদের সন্ধান পায়নি। একপর্যায়ে তারা পানিতে ভেসে উঠলে মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, রোববার পরিবারের সদস্যদের অগোচরে ওই দুই শিশু পুকুরে পড়ে মারা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/জেআইএম