নানার মৃত্যুর খবরে উদ্বিগ্ন সিরাতের মৃত্যু হলো ট্রেনে কাটা পড়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:০০ পিএম, ৩০ জুলাই ২০১৮

সীতাকুণ্ডের কুমিরায় কাজী সিরাত (২২) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সোমবার (৩০ জুলাই) সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ি থেকে সিরাতের নানার মৃত্যুর খবর আসে। এই সংবাদ পেয়ে তার এক বন্ধু থেকে টাকাও ধার করে সিরাত। পরে উদ্বিগ্ন সিরাত বিশ্ববিদ্যালয়ের হল থেকে বেরিয়ে ঢাকা-চট্টগ্রাম রেললাইন ধরে মোবাইলে কথা বলতে বলতে ক্যাম্পাসের মেইন গেটে আসছিল। এ সময় ট্রেন আসতে দেখে আশেপাশের লোকজন সরে যেতে ডাকাডাকি করলেও সিরাত তা শুনতে পায়নি।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানান, ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যুর খবর শুনে সীতাকুণ্ড ফাঁড়ির একজন উপ-পরিদর্শক ঘটনাস্থলে গিয়েছিলে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আবু আজাদ/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।