পাতা নিয়ে দ্বন্দ্বে গর্ভের সন্তানটাই হারালেন মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৪ আগস্ট ২০১৮

নাটোরের বড়াইগ্রাম পৌর শহরের জলঙ্গা এলাকায় গাছের পাতা কাটাকে কেন্দ্র করে হোসনে আরা (২৫) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশীরা। এতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে।

শুক্রবার রাতে সংকটাপন্ন অবস্থায় তাকে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোসনে আরার বড় ভাই আব্দুল মান্নান (৩৫) ও ভাবি রিক্তা বেগমও (৩০) আহত হয়েছেন।

জানা যায়, ওইদিন বিবাদমান জায়গার গাছের পাতা কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী হারুন , কালাম ও বেলালের নেতৃত্বে ৮ থেকে ১০ জন হামলাকারী রিক্তা বেগমকে মারপিট শুরু করে। এ সময় হোসনে আরা তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা আইয়ুব আলী ও হোসনে আরাকে পিটিয়ে আহত করে।

হামলাকারীদের লাঠির আঘাতে হোসনে আরার রক্তপাত শুরু হয় এবং গর্ভপাত হয়ে যায়। আশাঙ্কাজনক অবস্থায় তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার নাটোর আধুনিক হাপাতালে ভর্তি করা হয়।

রেজাউল করিম রেজা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।