জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৫ আগস্ট ২০১৮

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এবিএম মাহমুদুল হক এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার ধুলাতর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, যৌতুকের কারণে ২০০৫ সালের ৬ জুলাই গভীর রাতে নজরুল ইসলাম তার নিজ বাড়িতে স্ত্রী পলি আকতারকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বাড়ির পাশে পুকুরে ফেলে দেন। পরদিন সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে একই বছরের ৭ জুলাই নিহতের বাবা আব্দুল জোব্বার বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুরে বিচারক এ রায় দেন।

রাশেদুজ্জামান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।