ফেসবুকের তথ্য নিয়ে বিভ্রান্ত হবেন না : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৫ আগস্ট ২০১৮

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, ফেসবুকের তথ্য নিয়ে সাংবাদিকরা বিভ্রান্তি হবেন না। ফেসবুক হলো ব্যক্তিগত তথ্য, এটা সংবাদের তথ্য হতে পারে না। যদি কখনো ফেসবুক থেকে তথ্য নেয়া হয়, তাহলে অবশ্যই তা যাচাই-বাছাই করে সংবাদে দিতে হবে।

রোববার সকালে মাদারীপুরের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।

তিনি বলেন, দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা নিয়ে কয়েকদিন ধরে ফেসবুকে যেসব বিষয় ভাইরাল হচ্ছে। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের চিহ্নিত করে আটক শুরু করছে। জিগতলার ঘটনায় গুজব ছড়ানো সেই মেয়েটিকে আটক করেছে। কেউ অন্যায় করলে ছাড় পাবে না। সবাইকে আইনের আওতায় আসতে হবে।

মাদারীপুর সার্কিট হাউস মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রেস কাউন্সিলের আইন ও আচরণবিধি সম্পর্কিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

এ সময় মাদারীপুরে কর্মরত সাংবাদিকরা সাংবাদিকতার আচারণবিধি ও আইন নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা তথ্য কর্মকর্তা মইনুল ইসলাম, সাংবাদিক শাহজাহান খান, গোলাম মাওলা আকন্দ, সেলিম ফরাজী, রিপনচন্দ্র মল্লিক, বেলাল রিজভী, সাগর হোসেন তামিম ও মেহেদী হাসান সোহাগ প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।