খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৮ আগস্ট ২০১৮

পাবর্ত্য খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে মো. মঞ্জুরুল আলম (৪০) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালার পোমাং পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় দীঘিনালায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত মো. মঞ্জুরুল আলম দীঘিনালার বাবুছড়া এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মঞ্জুরুল আলম বন্ধুদের সঙ্গে পোমাং পাড়া স্কুল মাঠে বসে তাস খেলছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. মঞ্জুরুল আলমের মৃত্যু হয়। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত সেটা কেউ নিশ্চিত করতে পারেনি।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে দীঘিনালা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃংঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।