ঘরে আগুন, দরজা খোলা, ভেতরে অঙ্গার মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৮ এএম, ১৩ আগস্ট ২০১৮
ছবি ফাইল

নওগাঁ সদর উপজেলায় বসতবাড়িতে আগুন লেগে মোহন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার শৈলগাছী ইউনিয়নের নগর ব্রিজ এলাকার পারবাঁকাপুরে এ দুর্ঘনা ঘটে। নিহত মোহন গ্রামের লুৎফর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরব্রিজ এলাকায় নদীর পাশে সরকারি সম্পত্তিতে বাড়ি করে মোহন ও তার স্ত্রী বসবাস করতেন। রোববার বিকেলে তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। মোহন বাড়িতে একাই ছিলেন। ভোরে রহস্যজনক ভাবে বাড়িতে আগুন লাগে। ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় এলাকাবাসী তার বাড়িতে আগুন দেখে নেভানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই পুড়ে মারা যান মোহন। এ সময় ঘরের দরজাও খোলা ছিল বলে জানা গেছে। সকাল ৯টার দিকে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে নিহত যুবক নেশাগ্রস্ত ছিলেন। আর এ কারণেই তিনি তার ঘর থেকে বের হতে পারেননি। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

আব্বাস আলী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।