খাগড়াছড়িতে কাটেনি আতঙ্ক, খোলেনি দোকানপাট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৯ আগস্ট ২০১৮

আবারও রক্তাক্ত হয়ে উঠেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। গভীর অরণ্যের সীমানা ছাড়িয়ে এখন প্রকাশ্যে ঘটছে হামলার ঘটনা। আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রতিপক্ষ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। প্রকাশ্য দিবালোকে সশস্ত্র এ হামলায় আতঙ্কিত হয়ে উঠেছে সাধারণ মানুষ।

শনিবার পার্বত্য খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতাকর্মীসহ সাতজনের নিহতের পর এখনো আতঙ্ক কাটেনি। ব্যস্ততম স্বনির্ভর বাজারের কোনো দোকানপাট খোলেনি ব্যবসায়ীরা। বাজারজুড়ে আতঙ্ক। সাধারণ মানুষের চলাফেরায় রয়েছে সাবধানতা।

শনিবার প্রতিপক্ষের গুলিতে নিহত ছয়জনের মধ্যে তিনজনের মরদেহ স্বজনরা নিয়ে গেলেও ইউপিডিএফ সমর্থিত পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা তপন চাকমা, এলটন চাকমা ও পলাশ চাকমার মরদেহ গ্রহণের জন্য কেউ আসেনি। রোববার বিকেল ৩টার দিকে পুলিশের উপস্থিতিতে দক্ষিণ খবং পড়িয়া এলাকায় নিহত তিন নেতার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো বলেন, শনিবার স্বনির্ভর এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে ঘটনার দিন শনিবার রাতেই হত্যাকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

এদিকে, খাগড়াছড়ির আইন-শৃঙ্খলার উন্নয়নসহ জনমনে স্বস্তি ও আস্থা ফেরাতে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

Khagrachari-Murder

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে সপ্তাহব্যাপী চলবে যৌথ অভিযান। রোববার গিরিফুল এলাকা থেকে এ বিশেষ অভিযান শুরু হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) খাগড়াছড়িতে প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) সমর্থিত তিন নেতাসহ ছয়জন নিহত হন।

এরপর পেরাছড়া এলাকায় বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় আরও একজন নিহত হন। এ ঘটনার জন্য প্রতিপক্ষ আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) ও ইউপিডিএফকে (গণতান্ত্রিক) দায়ী করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)।

পাশাপাশি খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতাকর্মীসহ সাতজন নিহতের প্রতিবাদে সোমবার (২০ আগস্ট) খাগড়াছড়ি জেলাজুড়ে সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) সমর্থিত তিন সংগঠন।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।