অটোরিকশার ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণ গেলো যাত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২৪ আগস্ট ২০১৮

জামালপুর পৌরভবনের সামনের সড়কে গাছ চাপা পড়ে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোখলেছ জামালপুর পৌরসভার যোগিরঘোপা এলাকার মো. মুনছুর আলীর ছেলে।

জামালপুর সদর থানা পুলিশের ওসি নাছিমুল ইসলাম বলেন, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জামালপুর পৌরসভা ভবনের সামনে প্রধান সড়কের ওপর একটি পাম গাছ ভেঙে বিদ্যুতের তার ও খুঁটি নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে।

এ সময় চারজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে মোখলেছ মারা যান।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।