ভ্রমণ শেষে ফেরার পথে বাসচাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৬ আগস্ট ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় বন্ধুদের নিয়ে মাধবকুণ্ড ভ্রমণ শেষে সিএনজি করে ফেরার পথে বাসচাপায় রাজু (২০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আহতরা হলেন- জাকির হোসেন (১৮), এনাম উদ্দিন (৩০), শাকিল আহমদ (১৭), সাইদুল ইসলাম (১৫) ও শামসুল ইসলাম (১৬)।

শনিবার বিকেলে উপজেলার কাঁঠালতলীতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হতাতহদের বাড়ি পার্শ্ববর্তী জুড়ি উপজেলায় কালীনগর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ঈদের ঘোরাঘুরির অংশ হিসেবে মাধবকুণ্ড যান রাজু ও তার বন্ধুরা। সেখানকার ছবিও ফেসবুকে পোস্ট করেন তারা। কিন্তু ফেরার সময় উপজেলার কাঁঠালতলীতে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের সিএনজিকে চাপা দিলে সবাই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও জুড়ি আধুনিক হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু মারা যান।

বড়লেখা থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রিপন দে/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।