বান্দরবানে ৪ দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৮

বান্দরবানে চার দিনব্যাপী সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে। শনিবার সকালে বান্দরবানের রাজার মাঠে উৎসবের উদ্বোধন করেন ঋষিধাম বাঁশখালী ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।

এ উপলক্ষে সকালে বান্দরবান রাজার মাঠে মঙ্গল প্রদীপ প্রজ্জলনসহ জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের প্রথম দিন বিকেলে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৮ এর সভাপতি অঞ্জন কান্তি দাশসহ সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

আগামী ৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব শেষ হবে।

সৈকত দাস/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।