রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:১৭ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

রাজবাড়ীর কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নে চরমপন্থী সংগঠন সজল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আব্দুল মতিন মন্ডল (৫০) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে ওই ইউনিয়নের আলমডাঙ্গা এলাকার একটি আম বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি নিহত আব্দুল মতিন মন্ডল চরমপন্থী সজল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড এবং হত্যা, অস্ত্রসহ তিন মামলার আসামি।

এ সময় ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটারগান ও ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম জানান, রাতে শাওরাইল ইউনিয়নের আলমডাঙ্গার একটি আম বাগানে চরমপন্থী সজল বাহিনীর সদস্যরা মিটিং করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়লে আব্দুল মতিন গুলিবিদ্ধ হন এবং অন্যরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় অস্ত্র ও রামদা উদ্ধার করা হয়।

আব্দুল মতিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ তিনটি মামলা রয়েছে।

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।