৯০ বছরেও জোটেনি বয়স্ক ভাতা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক চাঁদপুর
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

বয়স ৯০ পার হলেও বয়স্ক ভাতা জোটেনি মনোয়ারা বেগমের। একইভাবে স্বামী শামসল খন্দকারের বয়স একশ বছর। তবে তার ভাগ্যেও জোটেনি একটা বয়স্ক ভাতার কার্ড। অসহায় এ পরিবারটির বাস চাঁদপুর বড় স্টেশনে।

জানা গেছে, স্বাধীনতার পর থেকে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় নদীর পাড়ে মনোয়ারা বেগম বসবাস করছেন। তার দুই ছেলের মধ্যে ছোট ছেলে মানসিক প্রতিবন্ধী আর বড় ছেলে বিয়ে করে আলাদা থাকেন। বৃদ্ধ বাবা-মায়ের কোনো খরচ দেন না তিনি।

এমন অবস্থায় বৃদ্ধ মনোয়ারা বেগম স্বামীকে নিয়ে ভিক্ষা করে কোনো রকমে জীবন অতিবাহিত করছেন।

মনোয়ারা বেগম জানান, এত বছর বয়সেও তিনি কোনো বয়স্ক ভাতা পাননি। এমনকি সরকারিভাবে দেয়া সব রকম সাহায্য সহযোগিতা থেকেও বঞ্চিত তারা। জীবনের শেষ প্রান্তে এসে তাদের দেখার যেন কেউ নেই।

অসহায় পরিবারটি বয়স্ক ভাতার সুবিদা পেতে জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপ কামনা করেছে।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহআলম বেপারী বলেন, মনোয়ারা বেগমের বিষয়টি আমার জানা ছিল না। বয়স্ক ভাতার জন্য তিনি কখনো আমার কাছে আসেননি। যদি আসতেন তাহলে ব্যবস্থা করে দিতাম।

তিনি বলেন, এখন যখন জেনেছি তিনি আমার কাছে এলে বয়স্ক ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেব।

জমির হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।