হাতকড়া নিয়ে পুলিশের কাছ থেকে পালালেন আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

নড়াইলের কালিয়া উপজেলায় হত্যা প্রচেষ্টা মামলার পলাতক আসামিকে আটক করতে গিয়ে নারীদের সঙ্গে ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আহত হয়েছে। সেই সুযোগে আসামি লিকু শেখ হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় রোববার সকাল থেকে উপজেলার আমতলা গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। আহত পুলিশ কনেস্টবল শাহীনুর রহমানকে (২২) কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার আমতলা গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের জান্নাত গ্রুপ ও হান্নান গ্রুপের মধ্যে গত ২৮ আগস্ট সংঘটিত সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে দুই পক্ষ।

গ্রুপ নেতা জান্নাত শেখ ও মামলার বাদী আমতলা গ্রামের কিছলু মিয়ার অভিযোগ, ওই দিন সকাল ৯ টার দিকে তার মামলার তদন্ত কর্মকর্তা কালিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সবুর হোসেন ফোর্স নিয়ে পলাতক আসামি একই গ্রামের মৃত মতিয়ার শেখের ছেলে লিয়াকত হোসেন লিকুকে আটক করলে লিকুর সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

লিকুর মা জামিরন নেছা জানান, ওই দিন সকালে তার ছেলে বাড়ির পাশে মেশিনে ধান ছাটাই করার সময় পুলিশ তাকে আটক করে হাতকড়া পরিয়ে দেয়। আর লিপু কোনো মামলার আসামি না দাবি করেন তিনি। তবে পুলিশের ওপর হামলার অভিযোগ তারা অস্বীকার করে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমশের আলী বলেন, গত ২৯ আগস্ট দায়ের কৃত কালিয়া থানার ১৮নং মামলার পলাতক আসামি লিকু শেখকে ধরতে ওই দিন সকালে কালিয়া থানার এসআই সবুর হোসেন ও কনেস্টবল শাহীন লিকুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করলে বাড়ির নারীরা লিকুকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির শুরু করে। ওই ফাঁকে পুলিশের হাত ফঁসকে আসামি লিকু পালিয়ে যায়। এক পর্যায়ে কনেস্টবল শাহীন পড়ে গিয়ে আহত হয়েছে।

পলাতক আসামি লিকুকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

হাফিজুল নিলু/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।