চেক প্রতারণা মামলায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৮

চেক প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত আসামি বরিশালের সাবেক ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার নাহিদ কাশীপুর ইছাকাঠীর মৃত সিরাজুল হকের ছেলে এবং বিএম কলেজের বাকসুর আদলে গঠিত মেয়াদোত্তীর্ণ ছাত্র কর্ম পরিষদের জিএস।

বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, একটি চেক প্রতারণা মামলায় নাহিদ সেরনিয়াবাতকে এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বেলা ১১টার দিকে গ্রেফতার করা হয়। পরে নাহিদ সেরনিয়াবাতকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাইফ আমীন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।