খাগড়াছড়িতে সাত খুন : তদন্ত কমিটির মেয়াদ বাড়ল
খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় সংগঠিত ছয় হত্যাসহ সাত হত্যাকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে। সোমবার তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু ইউসুফের আবেদনের প্রেক্ষিতে কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, স্বনির্ভর বাজার এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও সুষ্ঠু তদন্তের স্বার্থে কমিটির প্রধান সময় বাড়ানোর আবেদন করেছেন। তার আবেদনের প্রেক্ষিতে কমিটির মেয়াদ আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ইউপিডিএফ সমর্থিত অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ সাতজন নিহত হন।
এ হামলার ঘটনা তদন্তে ওইদিন রাতেই খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু ইউছুফকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
মুজিবুর হমান ভুইয়া/আরএআর/জেআইএম