প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল নারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮

ফেনীর সদর উপজেলার ফাজিলপুল আলীনগর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় নারী পথচারি নিহত হয়েছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের আলীনগর এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার দুই নারী পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন ও অপরজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক প্রাইভেটকারটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়।

মহিপাল হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।