আদালতকেই কারাগারে নিয়ে গেলেন খালেদা : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন একটি দল। জনবিচ্ছিন্ন হওয়ার ফলে বিএনপি কখন কি বলে তার আগা-মাথা নাই।
তিনি বলেন, অসুস্থতার অজুহাত দেখিয়ে খালেদা জিয়া আদালতকেই কারাগারে নিয়ে গেলেন। তিনি আদালতে বললেন, আমি আর আসব না। যা বিচার হয় হোক। খালেদা জিয়ার এই কথার মধ্য দিয়ে পরিষ্কার হলো তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন। তাই ভয়ে আদালতে হাজির হতে চান না।
শনিবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে এবং তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রেক্ষিতে এসব কথা বলেন হানিফ।
তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে আসছে। বিএনপি ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। আওয়ামী লীগ কখনো হত্যা কিংবা প্রতিহিংসার রাজনীতি করেনি।
হানিফ আরও বলেন, হত্যা ও খুনের রাজনীতি করছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশে হত্যা ও খুনের রাজনীতি শুরু করেছিল। এরপর থেকে বাংলাদেশে যত যড়যন্ত্র ও হত্যার রাজনীতি হয়েছে তা করেছে বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি নাসির উদিন, কুমারখারী থানা পুলিশের ওসি আবব্দুল খালেক, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন প্রমুখ।
অাল মামুন সাগর/এএম/জেআইএম