সোমবার থেকে আখাউড়ায় আমদানি-রফতানি শুরু
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার দুইদিন পর সোমবার থেকে আবারও শুরু হচ্ছে ব্রাহ্মণাবড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। রোববার ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থলবন্দরের ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় ত্রিপুরা রাজ্যের আগরতলার ব্যবসায়ীদের সঙ্গে সেখানকার ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কয়েকজন নেতার চলমান বিরোধের কারণে গতকাল শনিবার থেকে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এর ফলে শনিবার ও রোববার বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রফতানি হয়নি। তিনি আরও জানান, রোববার দুপুরে আগরতলার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর আবারও আমদানি-রফতানি শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে গত ৫ সেপ্টেম্বর রফতানি করা মাছের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত মাছ রফতানি বন্ধ থাকবে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ব্যবসায়ীদের সঙ্গে চাঁদা নিয়ে বিজেপি নেতাদের বিরোধের জেরে আখাউড়ার ব্যবসায়ীদের রফতানি করা পণ্য বন্দরে আটকে দেয়া হয়। ওই দিন রফতানি হওয়া মাছ, তুলাসহ অন্যান্য সকল পণ্যবোঝাই ট্রাক সন্ধ্যা পর্যন্ত আগরতলা বন্দরে আটকে থাকে। পরে রাতে ট্রাকগুলো ছাড়া হয়। তবে সারাদিন আটকে থাকার কারণে রফতানি করা ১০ টনেরও বেশি মাছ পচে যায়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুই দেশের ব্যবসায়ীরা। এরপর শনিবার থেকে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন।
আজিজুল সঞ্চয়/এমএএস/জেআইএম