পুলিশের হাতে আটকের একদিন পর নদীতে যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশ হেফাজতে নেয়ার একদিন পর রবিউল ইসলাম আপেল নামে এক যুবকের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

রবিউল ইসলাম আপেল দেওয়ানগঞ্জ উপজেলার ডালবাড়ি গ্রামের টুনুর ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে দেওয়ানগঞ্জ থানার এএসআই মোশারফ ও এএসআই মাসুদের নেতৃত্বে টহল পুলিশ পৌর এলাকা থেকে আপেলকে আটক করে। পরে তার পরিবারকে জানানো হয় আপেল পুলিশকে ফাঁকি দিতে নিজের অটোরিকশাটি রেখে নদীতে ঝাঁপ দিয়েছে।

ফলে রোববার রাত থেকেই আপেল ‘নিখোঁজ’ ছিল। পরে সোমবার সকালে পুলিশ নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি নামিয়ে আপেলের মরদেহ উদ্ধার করে।

এদিকে মরদেহ উদ্ধারের পর বিক্ষুব্ধ এলাকাবাসী দেওয়ানগঞ্জ থানা ঘেরাও করে পুলিশের শাস্তির দাবি করেন। এ সময় বেশ কিছু দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

আপেলের বাবা টুনুসহ এলাকাবাসীর অভিযোগ, পুলিশের দাবি অনুযায়ী টাকা না দেয়ায় নির্যাতন করে আপেলকে হত্যার পর তার মরদেহ নদীতে ফেলে পুলিশ নিখোঁজের নাটক সাজিয়েছে।

অবশ্য এই অভিযোগ অস্বীকার করে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুৎফর রহমান জানিয়েছেন, নিহত আপেল মাদকসেবী। আপেলের নামে দেওয়ানগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রয়েছে।

শুভ্র মেহেদী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।