খাল থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বাগেরহাটে খাল থেকে অজ্ঞাত এক তরুণীর (১৯) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাদোখালী গ্রামের কাটাখাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ধর্ষণের পর হত্যা করে মরদেহটি বস্তায় ভরে এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন বাদোখালী গ্রামের সোহরাব হাওলাদারের বাড়ির পাশে কাটাখালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে বস্তাটি পানি থেকে তোলে এবং সেটা খুলে ওই তরুণীর মরদেহ দেখতে পায়।
নজরুল ইসলাম বলেন, অন্তত দুই–তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে। দূরের কোথাও থেকে এই তরুণীকে নিয়ে এসে ধর্ষণ ও হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি এখানে ফেলে গেছে বলে মনে হচ্ছে। গ্রামবাসীর কেউ ওই তরুণীকে চিনতে পারেনি।
এফএ/আরআইপি