গাইবান্ধায় বাড়ছে নদ-নদীর পানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮

উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদ, জেলা শহরের ঘাঘট নদী, গোবিন্দগঞ্জের করতোয়া ও সুন্দরগঞ্জের তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে বেশি ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার সকাল ৬টায় এ নদের পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। নদ-নদীগুলোতে আরও পানি বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক আশরাফুল খান জানান, সকাল ৬টার দিকে ব্রহ্মপুত্র নদের পানি পুরাতন ফুলছড়িঘাট পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি গাইবান্ধা শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৪০ সেন্টিমিটার, করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জের কাটাখালী পয়েন্টে ১৯৫ সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের পেছনে গোয়ালের ঘাট পয়েন্টে ১৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

এর আগে শুক্রবার সকাল ৬টায় ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি ৫৯ সেন্টিমিটার, করতোয়া নদীর পানি ২৩৫ সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি ১৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত আছে।

এদিকে শুক্রবার সকাল নয়টায় ঢাকার বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পানি বৃদ্ধির ফলে তীরবর্তী নদ-নদীগুলোর নিম্নাঞ্চল ও চরাঞ্চলের পথঘাট ডুবে গছে। ফলে এলাকাবাসীর চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।

রওশন আলম পাপুল/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।