স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় গৃহবধূ শাহানারা হত্যা মামলায় স্বামী আতিয়ার রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বাকি আসামিদের খালাস প্রদান করেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার জেলা দায়রা ও জজ আদালতের (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) বিচারক মো. মশিয়ার রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আতিয়ার রহমান পলাতক ছিলেন।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল পিপি আকরাম হোসেন দুলাল জানান, ২০০৩ সালে কুষ্টিয়া সদর উপজেলা হররা গ্রামের মৃত বাদশা মিয়ার মেয়ে শাহানার সঙ্গে পাশের গ্রামের মৃত সোনা শেখের ছেলে আতিয়ার রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আতিয়ার ও তার পরিবার শাহানারার ওপর নির্যাতন চালাতে থাকে। যৌতুকের টাকা না দেয়ায় কয়েক দফায় শ্বশুর বাড়ির লোকজন তাকে বাপের বাড়িতে পাঠিয়েও দেয়।

সর্বশেষ ২০০৬ সালে ২৭ সেপ্টেম্বর রাতে যৌতুকের ৫০ হাজার টাকা আনার জন্য শাহানার ওপর চাপ সৃষ্টি করে। প্রতিবাদ করলে স্বামী আতিয়ার ও তার পরিবারের লোকজন শাহানারাকে শারীরিক নির্যাতন করে হত্যা করে। ঘটনার পরের দিন নিহত শাহানার ভাই মনিরুজ্জামান মানিক বাদী হয়ে আতিয়ার রহমান ও তার তিনভাই বজলু, ফজলু ও মেজবারকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আল-মামুন সাগর/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।