১৫ আগস্ট নিয়ে কটূক্তি করায় স্কুলছাত্র আটক
১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করার অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া থেকে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।
আটক মো. মনির হোসেন (১৫) নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং নাগেরপাড়া ইউনিয়নের বড় কাচনা গ্রামের হালিম সিকদারের ছেলে। তার বিরুদ্ধে গোসাইরহাট থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. মনির হোসেন ১১ আগস্ট রাত ১টা ৪৮ মিনিটে নিজের ফেসবুক পেইজে একটি মৃত কুকুরের ছবি দিয়ে ১৫ আগস্ট নিয়ে একটি আপত্তিকর মন্তব্য পোস্ট করেন। বিষয়টি নাগেরপাড়ার কিছু ফেসবুক ব্যবহারকারীর চোখে পড়লে তারা প্রতিবাদ জানিয়ে কমেন্টস করেন। পরবর্তীতে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে বুধবার নিজ বাড়ি থেকে মো. মনির হোসেনকে আটক করা হয়।
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানান, ফেসবুকে ১৫ আগস্ট সম্পর্কে কটূক্তি করে পোস্ট দেয়ার অভিযোগে মনির হোসেন নামে এক কিশোরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হবে।
মো. ছগির হোসেন/এসএস/আরআইপি