প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো হিজড়ারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছে জামালপুরের হিজড়া সম্প্রদায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিজড়াদের সংগঠন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেন তারা।

সংগঠনের সভাপতি ও জয়ীতা আরিফা আক্তার ময়ূরীর সভাপতিত্বে হিজড়ারা বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন এবং তৃতীয় লিঙ্গকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে মমতাময়ী মায়ের মতো নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রীকে এসএমএস করে কুরবানির গরু উপহার পান।

শুভ্র মেহেদী/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।