নির্বাচন বর্জনের হুমকি দিয়ে বেআইনি দাবি মানার সুযোগ নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের বিধান অনুযায়ী হবে। সেই নির্বাচনে আমরা সব দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে আইন ভঙ্গ বা সংবিধান লঙ্ঘন করার দাবি গ্রহণযোগ্য নয়।

রোববার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘নির্বাচনের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি’ বিএনপির এমন দাবির প্রেক্ষিতে এসব এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। বিএনপিকে মাথায় রাখতে হবে আদালতের রায়ে দণ্ডিত কোনো কয়েদিকে আদালতের মাধ্যম ছাড়া মুক্তির পথ নেই। সুতরাং নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বর্জনের হুমকি দিয়ে বেআইনি কোনো দাবি মানার সুযোগ নেই।

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন ও শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ।

আল-মামুন সাগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।