বান্দরবানে বজ্রপাতে ২ জন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮
প্রতীকী ছবি

বান্দরবানের আলীকদম উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার বাসিন্দা ইলিয়াছ আলীর ছেলে মো.রবিউল ইসলাম (২২) ও আবদুল লতিফের ছেলে আলী জহুর (২৫)। এ ঘটনায় আব্দুর রহমান নামে আরেকজন আহত হয়েছেন।

রোববার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের তুলাতলী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে ওই তিন জন বাড়ির পাশের জমিতে করলা ক্ষেতে কাজ কারতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ (ওসি) বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আমরা নিশ্চিত হয়েছি বজ্রপাতে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সৈকত দাশ/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।