দাফনের দুই মাস পর গৃহবধূর মরদেহ উত্তোলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০২ অক্টোবর ২০১৮

ফেনীর পরশুরাম উপজেলায় দাফনের দুই মাস পর ইসমত আরা (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে উপজেলার চিথলিয়া থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

এ সময় পরশুরাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার, মামলার তদন্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর উদ্দীন আহমেদ, চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন ও স্থানীয় মেম্বার মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

গৃহবধূর ভাই তাজুল ইসলাম ইসলাস বলেন, ১ আগস্ট রাতে জানালার গ্রিলের সঙ্গে ইসমত আরার গলার ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে তার স্বামী জাহাঙ্গীর হোসেন।

আমার মা ও ১১ বছরের ভাগ্নি জিনিয়া আক্তার ঘটনা দেখে ওড়না কেটে ইসমত আরার মরদেহ নিচে নামিয়ে আনেন। এ সময় জাহাঙ্গীর হোসেন আমার মা ও ভাগ্নিকে ভয়ভীতি দেখিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন। পরদিন সকালে তড়িঘড়ি করে চিথলিয়া গ্রামের কবরস্থানে ইসমত আরার মরদেহ দাফন করে চট্টগ্রামে কর্মস্থলে চলে যায় জাহাঙ্গীর।

এ ঘটনায় তাজুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে ইসমত আরাকে হত্যার অভিযোগে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের প্রেক্ষিতে গৃহবধূর মরদেহ উত্তোলন ও মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।