সাড়ে তিন হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা
পঞ্চগড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় তিন উপজেলায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু করা হয়।
জেলার আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বিকেলে জেলা সদরের জগদল ডিগ্রি কলেজ মাঠে শোভাযাত্রা শেষ করা হয়। প্রায় সাড়ে তিন হাজার আওয়ামী নেতাকর্মী ও সমর্থক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
পরে জগদল ডিগ্রি কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা। শোভাযাত্রা নিয়ে সড়ক মহাসড়কে ঘুরার সময় বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী সরকারের ১০ বছরের সাফল্য ও উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং পুনরায় সরকার গঠনের আহ্বান জানান। এজন্য স্থানীয় উন্নয়নের স্বার্থে আবারও নৌকা মার্কার পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

শোভাযাত্রা এবং সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস আলী, আরিফুল ইসলাম পল্লব, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান দাবি করেন, শোভাযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
সফিকুল আলম/এমএএস/পিআর