ছেলের সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০৮ অক্টোবর ২০১৮

সাত বছর বয়সী ছেলে মিরাজকে রেললাইনের পাশে দাঁড় করে রেখে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উত্তর রেলক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মরিয়ম (৪০) আক্তার। তার বাড়ি উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্যামন গোরস্থান মসজিদের কাছে। মরিয়ম ওই গ্রামের নূর ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১টার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস আপারলাইন ধরে উত্তর রেলক্রসিংয়ের কাছে পৌঁছানো মাত্রই সেখানে অবস্থানরত মরিয়ম তার ছেলেকে পাশে দাঁড় করে চলন্ত ট্রেনের ক্যাটল গার্ডের সামনে লাফিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মরিয়মের ছেলে মিরাজজানায়, বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করে তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে তার মা।

ভেড়ামারার স্টেশন মাস্টার মোজাফফর হোসেন জানান, আপ মৈত্রী ৩১০৮ ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিটে ভেড়ামারা রেলস্টেশন অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই ট্রেনে কাটা পড়ে মরিয়মের মৃত্যু হয়।

আল-মামুন সাগর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।