প্রাইভেটকারে মিলল ১০ হাজার ইয়াবা, আটক ৪
ফেনী সদর উপজেলার লালপোল এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার রাতে লালপোল কাবাব ঘরের সামনে প্রাইভেটকার তল্লাশি করে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আটকরা হলেন- ফরিদপুরের মোশারফ মিয়ার ছেলে মো. সোহেল (২৩) এবং রাজবাড়ীর মো. বদর উদ্দিনের ছেলে রাসেল শেখ (২০), আক্কাস আলী মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৬) ও আবদুল কাদের শেখের ছেলে মো. ফরিদ (২৫)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ জানান, সোমবার রাতে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম লালপোলে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি এক্স করোলা প্রাইভেটকার (ঢাকা মেট্টো- ২৫-৮৭৫৬) থামিয়ে তল্লাশি করে তারা। এ সময় ওই গাড়িতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরএআর/জেআইএম