পুলিশ কর্মকর্তা নাসির হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১০ অক্টোবর ২০১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারের আলোচিত পুলিশ কর্মকর্তা নাসির সিরাজী হত্যা মামলার আসামি বিল্লালকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পুর্বকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

খাগকান্দা ফাঁড়ির এএস আই আ. রাজ্জাক ও শফিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার বিল্লাল উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পুর্বকান্দি গ্রামের মৃত কদম আলীর ছেলে।

খাগকান্দা ফাঁড়ির এএস আই আ. রাজ্জাক জানান, ২০১১ সালে উপজেলার কলাপাহাড়িয়া এলাকায় আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন তৎকালিন খাগকান্দা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাসির সিরাজী। এ ঘটনায় খাগকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে বিল্লাল দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাহাদাত হোসেন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।