খোঁজাখুঁজির পর মিললো মিমের গলাকাটা মরদেহ
প্রতীকী ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুরে মিম খাতুন নামে আট বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের জালালপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মিম ওই গ্রামের আহার উদ্দীন খোকার ছোট মেয়ে।
জালালপুর গ্রামের ২নং ওয়ার্ড সদস্য সব্দুল হোসেন জানান, মিম সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। পরে পার্শ্ববর্তী মশিয়ার রহমানের পরিত্যাক্ত বাড়ির বারান্দায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে জানা যায়নি।
আহমেদ নাসিম আনাসারী/এফএ/এমএস