এমপি হয়ে হাফিজ সাহেব কথা রাখেননি
নড়াইলে আওয়ামী লীগ বাদে অন্য কোনো শরিক দলকে মনোনয়ন না দিতে একমত হয়েছেন জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।
শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষচন্দ্র বোস।
এতে বক্তব্য দেন- নড়াইল-১ আসনের সংসদ সদস্য মো. কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, গ্রুপিং থাকতে পারে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আওয়ামী লীগের মধ্যে যাদের মনোনয়ন দেবেন সব গ্রুপিং ভুলে আমরা তাদের পক্ষে কাজ করব। কারণ দশম জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমানকে নড়াইল-২ আসনে মনোনয়ন দিয়েছিলেন আমাদের নেত্রী। আমরা তাকে নির্বাচিত করেছিলাম। কিন্তু এমপি হয়ে হাফিজ সাহেব কথা রাখেননি। নড়াইল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রাখেননি তিনি। তাই আমরা এখানে নৌকার বিকল্প কোনো প্রার্থী চাই না। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা প্রধানমন্ত্রীর কাছে পাঠাব।
বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের সংসদীয় দুটি আসনে কোনো অতিথি পাখিকে মনোনয়ন না দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাব। কারণ নির্বাচন এলেই অতিথি পাখিদের আগমন ঘটে। কিন্তু নির্বাচন চলে গেলে এবং দলের দুর্দিনে কাউকে পাশে পাওয়া যায় না। এসব অতিথি পাখির কারণে দলে বিভাজন সৃষ্টি হয়।
হাফিজুল নিলু/এএম/পিআর