হানিফ কাউন্টারে তালা দিল ছাত্রলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৫ অক্টোবর ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হানিফকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে কুড়িগ্রামে হানিফ পরিবহন কাউন্টার বন্ধ করে তালা ঝুলিয়ে দিল জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টার দিকে শহরের ঘোষপাড়াস্থ হানিফ কাউন্টারে তালা লাগিয়ে দেয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৯টার দিকে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আমিন ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ রায় বিশু স্বাক্ষরিত একটি স্মারকলিপি নিয়ে হানিফ পরিবহন কাউন্টারে এসে গাড়ি না ছাড়তে অনুরোধ জানান স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পাশাপাশি সোমবার সকাল থেকে হানিফ কাউন্টার বন্ধ রাখার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসির কাছে স্মারকলিপি দেন তারা।

কিন্তু সোমবার সকাল ৯টায় হানিফ পরিবহন নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে চলে যায়। সেই সঙ্গে ভুরুঙ্গামারী উপজেলা থেকে ঢাকাগামী ডে-কোচটিও সকাল সাড়ে ১০টায় যাত্রী নিয়ে চলে যায়। খবর পেয়ে বিক্ষোভ নিয়ে কাউন্টারে এসে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসি বলেন, রোববার রাত ১০টার দিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আমার কাছে স্মারকলিপি দেয় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই সোমবার বেলা ১১টায় হানিফ কাউন্টার বন্ধ করে তারা। মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কুড়িগ্রাম হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার নুরু মিয়া বলেন, হানিফ পরিবহনে হাজার হাজার মানুষ চাকরি করে জীবিকা নির্বাহ করছেন। মালিক দোষ করলে তার জন্য আইন আছে। আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের পেটে লাথি দিলে আমরা পথে বসব।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুজ্জামান রাকিব বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হানিফ। দেশে ফিরে আত্মসমর্পণ করলে তার বাসের কাউন্টার খুলে দেয়া হবে।

নাজমুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।