পাহাড়ে প্রবারণা পূর্ণিমা উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার সপ্তাহ না পেরোতেই পাহাড়ে আবারও উৎসবের রঙ লেগেছে। এবার পাহাড়ে বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায় বর্ণাঢ্য উৎসবে মেতে উঠেছে। বিহারে বিহারে আগামী একমাস এ উৎসব চলবে।

বিশ্ব মানবজাতির শান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়িতে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। স্থানীয়রা এতে ওয়াগ্য পোয়েহ বলে থাকে। এ উপলক্ষ্যে বুধবার সকাল থেকে বৌদ্ধ পুন্যার্থীরা বিহারে বিহারে সমাবেত হয় এবং প্রার্থনায় অংশ নেয়।

এ উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা সদরের য়ংড বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোর থেকেই বিহারে বিহারে শুরু হয় মঙ্গল সূত্রপাঠ, ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধ পতাকা উত্তোলন। এছাড়াও বেলা ১১টার দিকে সমবেত বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দানসহ সকল দানীয় বস্তু প্রদান সম্পন্ন করে পুন্যার্থীরা।

এসময় ভিক্ষু সংঘের ধর্ম নির্দেশনা, পিণ্ডদান এবং সমবেত বুদ্ধ স্নান অনুষ্ঠিত হয়। বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষ মঙ্গল কামনায় বিহার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন করে। এদিকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বিকেলে চেঙ্গী নদীতে উপগুপ্ত বুদ্ধের উদ্দ্যেশে নির্মিত রিছিম ভাসানো হবে। বিশ্ব শান্তি ও মৈত্রী কামনায় হাজার বাতি প্রজ্জ্বলন ছাড়াও রাতে আকাশ প্রদীপ বা ফানুস উড়ানো হবে।

প্রসঙ্গত, ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে প্রবারণা তিথি। এরপর থেকে বৌদ্ধলম্বাীদের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু হয়।

মুজিবুর রহমান ভুইয়া/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।