বনদস্যুদের আস্তানা থেকে হরিণের কঙ্কাল উদ্ধার


প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৬ আগস্ট ২০১৫

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের লক্ষীখালী এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু মোতালেব বাহিনীর আস্তানা গুড়িয়ে দিয়েছে কোস্টগার্ডের সদস্যরা। পরে বনদস্যুদের আস্তানা থেকে ৩৮৪ রাউন্ড তাজা গুলি, ছয় রাউন্ড গুলির খোসা, একটি হরিণের মাথার কঙ্কাল, একটি মোবাইল ফোন সেট, একটি নৌকা ও ট্রলার উদ্ধার করা হয়।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোন এর অপারেশন অফিসার লে. রাহাতুজ্জামান জাগো নিউজকে জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা পূর্ব সুন্দরবনের কৈখালী সংলগ্ন লক্ষীখালী এলাকায় বনদস্যু মোতালেব বাহিনীর আস্তানায় অভিযান চালায়। এসময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়ে যান। পরে সেখানকার দস্যুদের আস্তানা গুড়িয়ে দেয় কোস্টগার্ড।

ঘটনাস্থল থেকে ৩৮৪ রাউন্ড বন্দুক ও রাইফেলের তাজা গুলি, ৬ রাউন্ড গুলির খোসা, একটি হরিণের মাথার কংকাল, একটি মোবাইল ফোন, একটি ট্রলার উদ্ধার করে কোস্ট গার্ড সদস্যরা।

শওকত আলী বাবু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।