হাসপাতালের বেডসহ দুই রোগী এখন যমুনার পাড়ে
সিরাজগঞ্জ সদর হাসপাতালের বেড ও চাদরসহ দুই অজ্ঞাত রোগীকে যমুনা নদীর পাড়ে শহর রক্ষা বাঁধে ফেলে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের ফেলে রাখা হলেও সন্ধ্যা পর্যন্ত খোঁজ-খবর নেয়নি কেউ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অজ্ঞাত এই দুই রোগীকে হাসপাতালের বেড ও চাদরসহ কে বা কারা ফেলে রেখে চলে যায়। এরপর থেকেই রোগী দুটি সেখানে পড়ে আছে।
স্থানীয় রাজনৈতিক নেতা জহুরুল ইসলাম মন্ডল জানান, বিকেলের দিকে বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থলে যাই। এ সময় অসহায় ওই দুই দেখতে পেয়ে সদর থানায় খবর দেই।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, রোগীদের হাসপাতালের বেডসহ কারা কীভাবে ওখানে রেখে এসেছে বিষয়টি আমার জানা নেই। আমি খবর পেয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাদের হাসপাতালে আনার ব্যবস্থা করছি।
তিনি আরও বলেন, এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/পিআর