বড় ভাইয়ের দাফনের ৯ ঘণ্টা পর মারা গেলেন ছোট ভাই
ফাইল ছবি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে বড় ভাইকে দাফনের পর মৃত্যুশোকে ছোট ভাইও ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার সকালে বড় ভাইয়ের মৃত্যুর পর ওই দিন রাত ৮দিকে ছোট ভাইয়ের মৃত্যু হয়। একসঙ্গে দু’ ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের আশরাফ আলী (৭৩) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন। ওই দিন বেলা ১১টার সময় তার দাফন করা হয়। বড় ভাইয়ের মৃত্যু শোকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ছোট ভাই দাউদ হোসেনও (৫৫) ইন্তেকাল করেন।
সালাউদ্দীন কাজল/এফএ/এমএস