আহত পুত্রবধূর পাশে শাশুড়ির লাশ
নড়াইলের কালিয়া উপজেলায় আঙ্গুরা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের চাপুলিয়া গ্রামের ঘরের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় নিহত আঙ্গুরার পাশ থেকে পুত্রবধূ তানজিলা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় শাশুড়ি ও পুত্রবধূ ছাড়া অন্য কেউ বাড়িতে ছিলেন না। নিহত আঙ্গুরা চাপুলিয়া গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, আঙ্গুরাদের বাড়ির পাশে তেমন কোনো বাড়িঘর নেই। স্বামী ও দুই ছেলে বাড়িতে থাকেন না। তারা বাইরে থেকে দিনমজুরের কাজ করেন। তবে মা ও স্ত্রীর হতাহতের খবর শুনে তানজিলার স্বামী বালু সরবরাহ শ্রমিক শাকিল দুপুরে বাড়িতে আসেন।
কালিয়া থানা পুলিশের ওসি শেখ শমসের আলী বলেন, সকাল ৯টা দিকে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা হত্যা করেছে- তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত পুত্রবধূ তানজিলা চিকিৎসাধীন। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
হাফিজুল নিলু/এএম/এমএস