বাসযাত্রীর স্যান্ডেলের ভেতর দেড় কেজি স্বর্ণ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সেলিম উদ্দীন (২২) নামে এক যুবককে ১০টি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৪৮ গ্রাম যার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।
বুধবার সকালে উপজেলার দর্শনা ফিলিং স্টেশনের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা কার্পাসডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স পরিবহন তল্লাশি করে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।
আটক সেলিম উদ্দীন উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিকনায়ক লে. কর্নেল হাসান ইমামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা ডিলাক্সের গতিরোধ করে। পরে তল্লাশি করে সেলিম উদ্দীনকে আটক করে। এ সময় পায়ের স্যান্ডেল তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেলিমকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে বলেও জানান তিনি।
সালাউদ্দিন কাজল/এফএ/পিআর