আলোচনা ঐক্যফ্রন্টের রাজনৈতিক চাল হলে দুঃখজনক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৩ নভেম্বর ২০১৮

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় ধৈর্য ও সময় দিয়ে পারস্পরিক অনাস্থা ও অবিশ্বাস দূর করেছেন। এটা ইতিবাচক বিষয়। কিন্তু এই আলোচনা ঐক্যফ্রন্টের নেতার রাজনৈতিক চাল হিসেবে ব্যবহার করলে সেটা দুঃখজনক হবে।

শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন।

ইনু বলেন, নির্বাচন ব্যর্থ হবে এটা আমরা মনে করি না। আলোচনার মাধ্যমে একটা জায়গায় সরকার পৌঁছাবে এবং অনেক বিভ্রান্তি দূর হবে। আলোচনার মধ্য দিয়ে অনাস্থা-অবিশ্বাস দূর করতে সরকার সক্ষম হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় জাসদ ও আওয়ামী লীগের দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, জাসদ সবার সঙ্গে ঐক্যবদ্ধ। আমরা মনে করি যারা শেখ হাসিনার সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছি কেন্দ্রীয় সিন্ধান্তে সারাদেশে নির্বাচন করব। যারা জোটের শরীকদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে তারা মূলত মীরজাফরের দল।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) নুর-ই আলম সিদ্দিকী, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ,কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।