চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৮ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাপ্পু হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার উজলপুর মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, পাপ্পু মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদরসহ বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে। পাপ্পু হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ওসি দেলোয়ার হোসেন খান জানান, পুলিশ রাতে উজলপুর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একদল মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে পাপ্পুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাৎক্ষণিক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।