মনোনয়ন নিলেন শহীদ নুরুল হকের মেয়ে অজন্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১০ নভেম্বর ২০১৮

স্বাধীনতার পর শরীয়তপুর-২ আসনের (নড়িয়া) প্রথম সংসদ সদস্য ছিলেন শহীদ এএফএম নুরুল হক হাওলাদার। নির্বাচিত হওয়ার কিছু দিনের মধ্যেই তিনি আততায়ীর গুলিতে নিহত হন।

এবার শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শহীদ নুরুল হকের মেয়ে জোবায়দা হক অজন্তা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে শনিবার দুপুরে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

এ বিষয়ে জোবায়দা হক অজন্তা বলেন, নড়িয়া-সখিপুরের মাটিতে আমার বাবা এমপি নুরুল হকের রক্ত লেগে আছে। এই এলাকার মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। এই এলাকার উন্নয়নকে মাথায় রেখেই আমার বাবা স্বপ্নের জাল বুনেছিলেন। কিন্তু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাকে হত্যা করে এই এলাকার মানুষের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়া হয়। আমি তখন ছোট শিশু ছিলাম। বাবার আদর্শকে বুকে ধারণ করে বড় হয়েছি। আগামী নির্বাচনে আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দিলে নৌকার জয়কে সুনিশ্চিত করে বাবার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করব। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের সারথী হয়ে এলাকার মানুষের জন্য কাজ করব।

জানা যায়, ইডেন মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন জোবায়দা হক অজন্তা। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। বর্তমানে আমরা মুক্তিযোদ্ধার সন্তান
কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য তিনি।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।