চালকদের প্রশিক্ষণ দিলেন ইলিয়াস কাঞ্চন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:১০ পিএম, ২০ নভেম্বর ২০১৮

শরীয়তপুরের নড়িয়ায় তরুণ চালকদের সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার দিনব্যাপী শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে ১০০ জন তরুণ চালক অংশগ্রহণ করেন। তাছাড়া প্রজেক্টরের মাধ্যমে তাদের বিভিন্ন সচেতনতামূলক নাটিকা দেখানো হয়।

ইলিয়াস কাঞ্চন বলেন, সব পেশাই সমাজের জন্য গুরুত্বপূর্ণ। তরুণদের নিরাপদ সড়ক ও ট্রাফিক আইন সম্পর্কে আমরা উদ্বুদ্ধ করি। যারা নিসচা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তারা তাদের পরিচিতজনদের সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে নিজেদের জ্ঞান আদান-প্রদান করতে পারবে।

প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ও নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. আলমগীর মতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন।

নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সীর সভাপতিত্বে এতে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামীম আলম দীপেন, মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল, সাংগঠনিক সম্পাদক এস. এম আজাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কাশেম আজাদ, শরীয়তপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. বজলুর রহমান, নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি মো. ছগির হোসেন, সাধারণ সম্পাদক সমীর চন্দ্র শীল, আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজ্জম মাদবর প্রমুখ উপস্থিত ছিলেন।

ছগির হোসেন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।