একই সঙ্গে ৪ শিশুর জন্ম দিলেন মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৪ নভেম্বর ২০১৮

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মীরা খাতুন (২৩) নামে এক প্রসূতি একই সঙ্গে তিন মেয়ে ও এক ছেলে শিশুর জন্ম দিয়েছেন। শুক্রবার যশোরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার শিশুর জন্ম হয়।

মীরার বাবা ওলিয়ার রহমান জানান, প্রায় দুই বছর আগে একই উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের গোবরডাঙ্গা গ্রামের মাহবুবুরর রহমানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। জামাই একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। গর্ভধারণের পর থেকেই মীরা গাইনি বিশেষজ্ঞ নিকুঞ্জ বিহারীর গোলদারের তত্ত্বাবধানে ছিল। শুক্রবার সকালে যশোরের কিংস (প্রা.) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মীরা তিনটি মেয়ে ও একটি ছেলে শিশুর জন্ম দেয়।

চিকিৎসক নিকুঞ্জ বিহারী গোলদার জানান, এক ঘণ্টার বেশি অপারেশনের মাধ্যমে চারটি শিশুকে পৃথিবীর আলোতে আনা হয়। প্রসূতি ও বাচ্চারা সবাই ভালো আছে বলে তিনি জানান।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।