বান্দরবানে বম সম্প্রদায় থেকে মনোনয়ন নিলেন নাথান বম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৪ নভেম্বর ২০১৮

স্বাধীনতার পর বান্দরবান জেলার ১১টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে এবারই প্রথম বম সম্প্রদায় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং আসন বান্দরবানে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ মনোয়নপত্র সংগ্রহ করেছেন রুমা উপজেলার নাথান বম।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতকোত্তর পাস এবং কুকি-চীন জাতীয় ডেভলপমেন্ট অর্গানাইজেশন(কেএনডিও) প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও কুচি-চীনভুক্ত জাতিগোষ্ঠীর পরিচিতি নিয়ে ‘দ্য বমজৌ’ বইসহ গবেষণামূলক তার ছয়টি বই প্রকাশিত হয়েছে। এ কারণে নাথান বম লেখক হিসেবে অনেকের কাছে পরিচিত।

এই ব্যাপারে নাথান বম বলেন, পার্বত্যাঞ্চলে পাহাড়ি-বাঙ্গালি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যকার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমার এই প্রার্থিতা। এছাড়াও সম-অধিকার ও বৈষম্যহীন মাল্টিরেসিয়াল অঞ্চল বিনির্মাণের লক্ষে নির্বাচন করছি।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতার জন্য গত পাঁচ বছর যাবত প্রস্তুতি নিয়ে কাজ করছি। সুবিধাবঞ্চিত ও অনগ্রসর ক্ষুদ্রতর জাতিগোষ্ঠী হচ্ছে আমার উৎসাহদাতা। এ সময় তিনি তার ৩৫ হাজার ভোট ব্যাংক থাকার কথাও দাবি করেন।

নাথান বম জানান, গত রোববার (১৮ নভেম্বর) বান্দরবান জেলা নির্বাচন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৮ নভেম্বরের পর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, বান্দরবান ৩০০ নং আসনের মোট জনসংখ্যা ৪ লাখ ৪ হাজার ৯৩ জন। তার মধ্যে বম সম্প্রদায়ের জনসংখ্যা ১১ হাজার ৬৩৭ জন। এবারের বান্দরবান পার্বত্য জেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ১৮৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৮ হাজার ২২৯জন এবং নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৮৫৪ জন।

সৈকত দাশ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।