বান্দরবানে বিএনপি প্রার্থীর নেতাকর্মীদের ওপর বঞ্চিতদের হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১১:০৭ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে দলটির বঞ্চিত নেতার পক্ষের কর্মীরা। এতে দুই জন আহত হয়েছেন।

আহতরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু এবং বিএনপি নেতা ওমর ফারুক জিহাদ। আর এই ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে জেলা শহরের পূরবী হোটেলের সামনে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং পক্ষের নেতাকর্মীরা দলীয় প্রার্থী সাচিং প্রু জেরী পক্ষের নেতাকর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা চালায়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু এবং বিএনপি নেতা ওমর ফারুক জিহাদ আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে হামলার শিকার বিএনপি নেতা ওমর ফারুক জিহাদ বলেন, কোনো কারণ ছাড়াই মাম্যাচিং গ্রুপের কর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

জানা গেছে, বান্দরবান আসনে ৯ প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং ও ইসলামী ঐক্যজোটের মো. বাবুল হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা উম্মে কুলসুম সুলতানা লীনা, স্বতন্ত্র প্রার্থী ডনাই প্রু নেলী, নাথান বম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে এই ঘটনার পর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সৈকত দাশ/জেডএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।