বাদ পড়লেন খালেদা জিয়ার উপদেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৮

ঝিনাইদহের রাজনীতির মাঠে চলছে নানা মেরুকরণ। বিশেষ করে মাঠপর্যায়ে কর্মীদের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের ক্ষোভ আর হতাশা। কারণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জেলার একাধিক হেভিওয়েট প্রার্থী এবং খালেদা জিয়ার উপদেষ্টাসহ ১৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৫ জন প্রার্থীকে অযোগ্য বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা সরোজ কুমার নাথ।

সাজাপ্রাপ্ত, ঋণখেলাপি ও কাগজপত্র ঠিক না থাকায় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মশিউর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি আব্দুল ওহাব ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আব্দুল মান্নানসহ ১৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

অবশ্য এসব প্রার্থীর আপিলের সুযোগ রয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। এবার জেলার ৪টি সংসদীয় আসনে ৩৯ জন মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে বাদ পড়েছেন ১৫ জন। বাকিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বাতিল ঘোষিত প্রার্থীদের মধ্যে ঝিনাইদহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ও বিএনপির হেভিওয়েট প্রার্থী আব্দুল ওহাব রয়েছেন।

ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান এমএ মজিদ, বিএনপির হেভিওয়েট প্রার্থী মসিউর রহমান, মীর রবিউল ইসলাম লাভলু, জাকের পার্টির আবু তালেব সেলিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু ও স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

একইসঙ্গে ঝিনাইদহ-৩ আসনে জাপা প্রার্থী কামরুজ্জামান স্বধীন ও বিএনএফর ইসমাইল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। ঝিনাইদহ-৪ আসনে আব্দুল ওয়াদুদ, কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, ফনি ভুষণ ও আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের মনোনয়ন বাতিল করা হয়।

এদের মধ্যে আদালত থেকে সাজা হওয়ায় বিএনপির মসিউর রহমান ও আব্দুল ওহাবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় বিএনপির আব্দুল মজিদ ও আওয়ামী লীগের সাইদুল করিম মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।